/anm-bengali/media/post_banners/PwOSeVkuXm6ehd7IYnBp.jpg)
হাবিবুর রহমান, ঢাকাঃ ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে গঙ্গা বিলাস নামে একটি বিলাসবহুল প্রমোদতরী ডিব্রুগড় যাত্রা শুরু করবে। ৫০ দিনের দীর্ঘ এই ভ্রমণে বিলাসবহুল প্রমোদতরী ভারতের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড় পাড়ি দেবে।
এটি বাংলাদেশের মোংলা বন্দর-বাগেরহাট-উপকুল অঞ্চল মোড়েলগঞ্জ-বরিশাল-সোনারগাঁও হয়ে ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে। এছাড়াও বাংলাদেশের আরিচা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-চিলমারী-আসামের ধুবরি-গোয়ালপাড়া হয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের গোয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। পরে তা ২৬ ফেব্রুয়ারি মাজুলী আইল্যান্ড পৌঁছাবে এবং ১ মার্চ আসামের ডিগ্ৰুগড়ে গিয়ে বিলাসবহুল প্রমোদতরী তার যাত্রা শেষ করবে। বিলাসবহুল এই প্রমোদতরী বাংলাদেশে ১৫ দিন অবস্থান করবে এবং এইসময় বাংলাদেশে ১ হাজার ১শ' কিলোমিটার পথ অতিক্রম করবে।​এছাড়াও বাংলাদেশের উপকুল অঞ্চলের চরহেয়ার. সোনারচর, চমেন্তাজ, চরকুকরী ও মুকরিসহ বঙ্গপসাগর উপকুলের দ্বীপে ভারত থেকে আগত পর্যটকদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের বঙ্গপসাগর উপকুলে সুবিশাল ম্যানগ্রোভ বনাঞ্চলে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে নানা প্রজাতির বৃক্ষরাজি। নীল জলরাশির সমুদ্র সৈকত, মায়া হরিণের সৌন্দর্য, ঝাঁকে-ঝাঁকে পাখিদের উড়ে বেড়ানো, নদীর বুকে জেলেদের মাছ ধরার দৃশ্য যে কারও মন ভোলাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us