New Update
/anm-bengali/media/post_banners/mizhJSnDsVWZjG860dSb.jpg)
নিজস্ব প্রতিনিধি, দাসপুরঃ দাসপুরে অবাক কান্ড, ৪ পায়ের বদলে ৬ পা নিয়ে জন্ম নিল একটি গো-শাবক। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার ধর্মা উত্তরপাড়া এলাকায়। সূত্রের খবর, দাসপুরের ধর্মার অশোক দোলাই নামে এক ব্যক্তির বাড়িতে একটি গর্ভবতী গাই আজ সকালে বাছুর প্রসব করে। অশোক দোলাইের স্ত্রী কাজল দোলাই দেখেন, জন্মগ্রহণের সাথে সাথে সেই বাছুরটির ৪ পায়ের বদলে রয়েছে ৬ টি পা, যা দেখে রীতিমতো এলাকার মানুষ ভিড় জমায় সকালে। ওই এলাকার বাসিন্দা অলক রায়, দিলীপ দোলাই, দীপক রায়,কার্তিক দোলাই সহ এলাকার বাসিন্দারা জানান, 'এর আগে দাসপুর থানা এলাকায় এমন শাবক জন্মগ্রহণ করেছে বলে শুনিনি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us