স্কুলে দিতে এসে বিপত্তির মুখে পড়ুয়া ও অভিভাবকরা

author-image
Harmeet
New Update
স্কুলে দিতে এসে বিপত্তির মুখে পড়ুয়া ও অভিভাবকরা

মানালি দত্ত পাত্র,বহরমপুর: স্কুলে বাচ্চাদের ছাড়তে এসে বা ছুটির সময় নিতে এসে সমস্যায় পড়তে হয় বাচ্চা সহ অভিভাবকদের। বিভিন্ন ছাত্র ছাত্রীরা বিভিন্ন রকম গাড়িতে বা বাবা মায়েদের সাথে আসে স্কুলে। সে সময় গাড়ি রাখার ক্ষেত্রে প্রচন্ড সমস্যায় পড়তে হয় অভিভাবকদের। রাজ্য সড়কের ধারেই স্কুল। ৫০ মিটার দূরত্বে পঞ্চাননতলা রেল ক্রসিং। ৮০ মিটার দূরত্বে লরি সিন্ডিকেট দপ্তর। স্কুলের গেটের পাশেই সার দিয়ে দাঁড় করানো রয়েছে লরি। যে কারণে বাচ্চাদের ছাড়তে এসে গাড়ী রাখতে সমস্যায় পড়েন অভিভাবকেরা। রাজ্য সড়ক অনবরত চলছে গাড়ি। বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে তাদের। এএনএম নিউজের মাধ্যম দিয়ে সকল অভিভাবকেরা বার্তা পৌঁছাতে চান প্রশাসনের কাছে। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনোরকম সহযোগীতা করতে চাননি কারণ সেটি স্কুলের বাইরের সমস্যা। অভিভাবকদের দাবী যাতে সংবাদ সূত্রে প্রশাসন এ বিষয়ে নজর দেন তাহলে নিত্যদিন এ সমস্যা থেকে ওনারা রেহাই পান। যেন সরিয়ে দেওয়া হয় লরিগুলি। ফাঁকা জায়গায় গাড়ি পার্ক করে বাচ্চাদের সুষ্ঠভাবে স্কুলে পৌঁছাতে পারে।