New Update
/anm-bengali/media/post_banners/aKGF8Jp2aMEp7guhxxAh.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:করোনা আবহে চা-বাগানের শিশুদের জন্য বাগডোগরা পুলিশের বিশেষ উদ্যোগ। শুক্রবার বাগডোগরা পুলিশের পক্ষ থেকে চা-বাগানের দুঃস্থ শিশুদের জন্য শিক্ষার সামগ্রী এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন ডি.সি.পি কুনওয়ার ভূষন সিং এবং এ.সি.পি চন্দন দাস। ডি.সি.পি কুনওয়ার ভূষন সিং বলেন, এই ধরনের কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও বেশী করে মজবুত হবে।আগামী দিনে আরও বেশী করে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us