New Update
/anm-bengali/media/post_banners/YVTCr7Hlk8utLO5F0xFU.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বন্যা পরিস্থিতি নিয়ে দুই জেলার বিধায়কদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করলেন রাজ্যের সেচমন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। শুক্রবার দুপুর ২টা নাগাদ মেদিনীপুর সার্কিট হাউসে বিশেষ বৈঠক শুরু হয়। যেখানে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিধায়ক ও দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে মোট ১৭৮ কিমি বিভিন্ন ধরনের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে ১৩০ কিমি। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জল নামতে শুরু করলেও ঘাটালে আবার নতুন করে জল বাড়ার আশংকা তৈরী হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us