নিজস্ব সংবাদদাতা: ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র ও রাজ্যের হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা তলব করলেন বিচারপতি। শুভেন্দু অভিযোগ করেন, "ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা দলের লোকদের পাইয়ে দিয়েছে তৃণমূল। ভুয়ো নথি বানিয়ে টাকা আত্মসাত্ করা হয়েছে।''