মেসিকে দেখতে কাতারে যাদবপুরের উত্তম

author-image
Harmeet
New Update
মেসিকে দেখতে কাতারে যাদবপুরের উত্তম

নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ। তার টানে দেশ বিদেশ থেকে অগুনতি ফুটবল প্রেমী মানুষ ছুটে যাচ্ছেন কাতারে। 



যাদবপুরের গাঙ্গুলিবাগানের বাসিন্দা উত্তম সাহাও গিয়েছেন কাতারে, স্রেফ আর্জেন্টিনার খেলা এবং লিওনেল মেসিকে দেখার জন্য। মেক্সিকোর বিরুদ্ধে জিতেছে আর্জেন্টিনা, মেসি গোল করেছেন। কাতারে গিয়ে ভুল করেননি উত্তম।