New Update
/anm-bengali/media/post_banners/a1pbR0F87XVfEIVJpUcz.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা করলেন রাহুল সিনহা। সম্প্রতি তৃণমূল নেতা নির্মল মাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন। সেই নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেই ট্রেন্ডে যেন গা ভাসালেন বঙ্গ বিজেপি নেতা রাহুল সিনহা।
রবিবার ICCR-এ বিজেপির SC মোর্চার আয়োজনে সংবিধান দিবসের একটি অনুষ্ঠানে রাহুল সিনহা বলেন, 'কলকাতার নরেন গুজরাটে নরেন্দ্র মোদী রূপে জন্মলাভ করেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, নরেন্দ্র মোদি নরেনের অবতার। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই মোদী চলছেন। যে যে কাজ উনি করতে বলেছিলেন, সেগুলোই নরেন্দ্র মোদি করছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us