নদিয়ায় বিস্ফোরক তৈরি করছে মাওবাদীরা,দাবি এনআইএ’‌র

author-image
Harmeet
New Update
নদিয়ায় বিস্ফোরক তৈরি করছে মাওবাদীরা,দাবি  এনআইএ’‌র

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে আবার বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র তৈরি করছে মাওবাদীরা। একটি পুরনো মামলার তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ-র দাবি, নদিয়া জেলা এবং বাংলা–বিহার সীমান্ত কিষানগঞ্জে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র তৈরি করছে মাওবাদীরা। সেগুলিই চারিদিকে ছড়িয়ে পড়ছে। সিপিআই দলের স্কোয়াড সদস্যদের আইইডি, ল্যান্ডমাইনের মতো বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। লালগড় আন্দোলনের সময় জঙ্গলমহলে মাওবাদীরা এমন বিস্ফোরক তৈরি করত। কিষেণজির মৃত্যুর পর বাংলায় মাওবাদীদের অস্ত্র এবং বিস্ফোরক তৈরির কাজ বন্ধ হয়ে যায়। নতুন করে মাওবাদীরা সেই কাজ আবার শুরু করেছে বলে দাবি এনআইএ’র গোয়েন্দাদের।