/anm-bengali/media/post_banners/t81S6dIA863yYEwg6MwZ.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের পৌরসভার লাগানো বৈদ্যুতিক লাইট বিকল থাকার কারণে শহরে বেশির ভাগ সময়ই কম আলোর মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের। যার ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। আলিপুরদুয়ার শহরে দীর্ঘদিন থেকেই বিকল এই বৈদ্যুতিক লাইট। আলিপুরদুয়ারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এই দাবি নিয়ে পৌরসভার দারস্থ হলে সংস্কার করার ব্যবস্থা করা হবে বলে পৌরসভার প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
শহরের বক্সা ফিডার রোড জুড়ে রয়েছে এই লাইট। শহরের মূল চৌপতির লাইটগুলি ঠিক থাকলেও সেই মোড় পার করে এগারো হাত কালিবাড়ি, নিউটাউন, মাধব মোড়, কলেজ হল্টের লাইট দীর্ঘদিন থেকেই বিকল বলে অভিযোগ। এছাড়াও শহরে ঢুকতে বীরপাড়া চৌপতি এবং সোনাপুর চৌপতিতেও লাইট ঠিক করে কাজ করে না বলে অভিযোগ। আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান মিহির দত্ত বলেন , "শহরে বৈদ্যতিক লাইটের কিছু সমস্যা রয়েছে লাইটগুলি ঠিক করে জ্বলছেনা।দ্রুত সেই লাইট গুলো সারানো হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us