বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক আদিবাসী কর্মী-সমর্থক

author-image
Harmeet
New Update
বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক আদিবাসী কর্মী-সমর্থক

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সাঁকরাইলে আদিবাসী এলাকায় তৃণমূল কর্মী সভায় যোগ দিলেন ৪০টি বিজেপি পরিবার। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের লাউদহ অঞ্চলের তেতুলঢিলা বুথ এলাকায় ছিল তৃণমূলের কর্মী সভা। এই কর্মী সভায় তেতুলঢিলা বুথের ৪০ টি আদিবাসী বিজেপি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তেতুলঢিলা এলাকাটি আদিবাসী অধ্যুষিত। তৃণমূলে যোগ দেওয়া পরিবারের সদস্যরা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মকাণ্ড এবং তৃণমূলেের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দলের কর্মীদের নিয়ে মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রবণতা তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার প্রেরণা জুগিয়েছে। বিজেপিতে থাকার সময় দলত্যাগীরা কোনও কাজ করতে পারছিলেন না বলে এদিন জানান গোপীবল্লভপুরের বিধায়ক ডা.খগেন্দ্রনাথ মাহাত। তিনি এদিন দলে আসা নতুন কর্মীদের হাতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত, লাউদহ অঞ্চলের সভাপতি রমানাথ শিং সহ নেতৃত্বরা।