নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মধ্য কোনিয়া প্রদেশে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, 'সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপদ করতে আঙ্কারা দৃঢ়প্রতিজ্ঞ।' তিনি বলেন, ‘এই অভিযানগুলোর মাধ্যমে ধাপে ধাপে সীমান্তের ওপার থেকে শুরু করে দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড নিরাপদ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’