২৪ ঘন্টার মধ্যে সরকারি কোয়ার্টার খালি করতে হবে মেহেবুবা মুফতিকে

author-image
Harmeet
New Update
২৪ ঘন্টার মধ্যে সরকারি কোয়ার্টার খালি করতে হবে মেহেবুবা মুফতিকে

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে অনন্তনাগ জেলার হাউজিং কলোনি খানাবল এলাকায় তার সরকারি কোয়ার্টার খালি করতে বলা হয়েছে। পিডিপি সভাপতিকে এর আগে উপত্যকার প্রশাসন ১৫ নভেম্বর বা তার আগে শ্রীনগরের গুপকার রোডে তার সরকারি কোয়ার্টার খালি করতে বলেছিল।



মেহবুবা মুফতিকে শনিবার জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট (১ম শ্রেণী) অনন্তনাগ কর্তৃক উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।নির্ধারিত সময়ের মধ্যে কোয়ার্টার না ছাড়লে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।