কাউকোকে ছাড়াই জয়ে ফিরল এটিকে মোহন বাগান

author-image
Harmeet
New Update
কাউকোকে ছাড়াই জয়ে ফিরল এটিকে মোহন বাগান
নিজস্ব সংবাদদাতাঃ ফের জয়ের ধারা ফিরে পেল এটিকে মোহন বাগান। হায়দরাবাদ ফুটবল ক্লাবের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বাগান। চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছেন জনি কাউকো। তাকে ছাড়াই জয় অর্জন বাগানের। নিজামদের বিরুদ্ধে একমাত্র গোলটি করেছেন হুগো বুমো। চলতি ইন্ডিয়ান সুপার লিগে এই প্রথম গোল পেলেন হুগো।