New Update
/anm-bengali/media/post_banners/0ORuiTkyna5t3iVTT4vS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচ। যার ফলে দুই দলের মধ্যে ভাগাভাগি হয়েছে পয়েন্ট। ১২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এখন ইংল্যান্ডের ঠিক পরেই। ভারত ক্রম তালিকার শীর্ষে রয়েছে এবং টুর্নামেন্টের আয়োজক হওয়ার কারণে ইতিমধ্যে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আগামী ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
New Zealand continue to make gains in the @MRFWorldwide ICC Men's #CWCSL Standings 📈#NZvIND | Details 👇https://t.co/YwWbGWu0iE
— ICC (@ICC) November 27, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us