New Update
/anm-bengali/media/post_banners/7DMjb5QXNDQRnKL8MbFG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটের প্রচারে দিল্লিতে প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নির্বাচনী প্রচারে এসে দিল্লি সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন নাড্ডা। ওয়াজিপুরে তিনি বলেন, 'আম আদমি পার্টি বলত যে তাদের নেতারা সৎ, তবে আজ সত্যেন্দ্র জৈন দুর্নীতির জন্য জেলে রয়েছেন। তারা তিহার জেলে একটি ম্যাসাজ সেন্টার খুলেছে এবং একজন ধর্ষককে থেরাপিস্টে পরিণত করেছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us