হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ



নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে রবিবার সকাল ৬ টা থেকে বিক্ষোভ শুরু করেছে গ্রামবাসীরা। যার ফলে সাঁকরাইল ব্লকের রোহিনী-রগড়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত ৯ টা নাগাদ নয়াগ্রাম থেকে সুবার্নরেখা নদী পেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি। প্রায় ১০ ঘণ্টা ধরে শনিবার রাতে ওই গ্রামগুলির চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। বন দপ্তরকে জানানো সত্বেও ঘটনাস্থলে কেউ না আশায় বন দপ্তরের ওপর ক্ষোভপ্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দা তুফান পাতর ও প্রবীর ঘোষ বলেন, "যেভাবে হাতির দল ফসলের ক্ষতি করেছে তাতে আমরা সবাই সর্বস্বান্ত হয়ে পড়েছি। বন দপ্তরকে জানানো সত্বেও এর আগে হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণ আমরা পাইনি। কিন্তু শনিবার রাতে যেভাবে হাতির দল তাণ্ডব চালিয়ে ফসলের ক্ষতি করেছে তাতে আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। তাই হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে রবিবার সকাল ৬ টা থেকে কিসমত রামানন্দপুরে রাস্তার ওপর বাঁশ দিয়ে বেরিকেট করে আমরা অবরোধ শুরু করেছি। বন দপ্তরের আধিকারিকরা এসে লিখিতভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে আমরা অবরোধ তুলব। না হলে আমাদের অবরোধ লাগাতার চলবে"। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু গ্রামবাসীরা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।