দিল্লিতে অবতরণ করেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

author-image
Harmeet
New Update
দিল্লিতে অবতরণ করেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

নিজস্ব সংবাদদাতাঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। চলতি সপ্তাহের বুধবার, ২৩ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেন। রাজ্য়ে দুই দিন কাটানোর পর এদিন, শনিবার দিল্লিতে পৌঁছান তিনি। সেখান থেকেই তিনি সোজা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এরপর সেখান থেকে যান বঙ্গভবনে। আজ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়ম অনুযায়ী, যে কোনও রাজ্যের রাজ্যপাল যখন দায়িত্বগ্রহণ করেন, তখন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। এই সৌজন্য সাক্ষাতের ব্যতিক্রম করলেন না রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রধানমন্ত্রী ও বাংলার নতুন রাজ্যপালের মধ্যে কী আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি। প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা নতুন রাজ্যপালের। কিন্তু আজই গুজরাট সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে আজ তাদের দেখা হওয়ার সম্ভাবনা কম।