জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ তৃণমূলের

author-image
Harmeet
New Update
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ তৃণমূলের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ  আলিপুরদুয়ারের ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেসের। রীতিমতো ঘোড়ার গাড়ি করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাইকেল মিছিল বের করে। মিছিলটি ধূপগুড়ি মোড়ের তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস থেকে শুরু করে ফালাকাটা শহরের বিভিন্ন প্রান্তের রাস্তা পরিক্রমা করে। এরপর মিছিলটি ফালাকাটা চৌপথিতে পথসভা করে। প্রচুর যুব তৃণমূল কংগ্রেসের  কর্মীদের এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে সহ অন্যান্য ব্লকের তৃণমূল কর্মী।