PSLV-C54 রকেটের সফল উৎক্ষেপণ করল ISRO

author-image
Harmeet
New Update
PSLV-C54 রকেটের সফল উৎক্ষেপণ করল ISRO


নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার PSLV-C54 রকেটের সফল উৎক্ষেপণ করল ISRO। ইওএস-০৬, যা ওশানস্যাট-৩ নামেও পরিচিত, এবং ৮টি ন্যানোস্যাটেলাইট বহনকারী রকেটটি অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে। আটটি ন্যানোস্যাটেলাইটের মধ্যে রয়েছে ভুটানের জন্য ইসরো ন্যানো স্যাটেলাইট -২ (আইএনএস -২বি), আনন্দ, অ্যাস্ট্রোকাস্ট (চারটি উপগ্রহ) এবং দুটি থাইবোল্ট উপগ্রহ।