New Update
/anm-bengali/media/post_banners/g6vOxUALrwq8fh25sev6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে সাত উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ান ডে খেলতে রবিবার হ্যামিল্টনে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজে ফিরতে চাইবে টিম ইন্ডিয়া। হ্যামিলটনে পৌঁছনোর পর ভারতীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল, পেস বোলার আর্শদীপ সিং বাস থেকে নেমেই ভাংড়া করা শুরু করে দিয়েছিলেন। ঋষভ পন্থ এবং উমরান মালিক সহ দলের অন্যান্য সদস্যদের তাদের ভক্তদের অটোগ্রাফ দিতে দেখা যায়।
Hello from Hamilton 👋📍#TeamIndia | #NZvINDpic.twitter.com/AHskNav1Vm
— BCCI (@BCCI) November 26, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us