New Update
/anm-bengali/media/post_banners/QpzDekIRzZIx05gkEbeu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তাল ইরান। মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে লাগাতার চলছে সরকার বিরোধী বিক্ষোভ। তার আঁচ পড়েছে চলতি কাতার বিশ্বকাপেও। ওয়েলস বনাম ইরান ম্যাচে এক মহিলা দর্শক মাশা আমিনির মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করছিলেন গ্যালারিতে। নিরাপত্তা কর্মীরা প্রতিবাদি সেই মহিলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।
The state of this damned World Cup. https://t.co/5yY6qnlB23
— Dave Kidd (@davekidd_) November 25, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us