দিগ্বিজয় মাহালী, ঘাটাল : চারশো বছরের পুরানো গ্রামের কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘাটাল থানার মনসুকা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুরের।
স্থানীয়রা জানান, রাতে মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার রুপো ও সোনার গহনা চুরি গেছে।
স্থানীয় বাসিন্দা তাপস চক্রবর্তী জানান, 'সকালে প্রতিদিনকার মতো নিত্যপুজোর জন্য মন্দির পরিষ্কার করতে গিয়ে গ্রামেরই এক মহিলা দেখেন মন্দিরের তালা ভাঙা, ভিতরে আগোছালো অবস্থায় পড়ে সবকিছু। মন্দিরে যে চুরি হয়েছে তা বুঝতে পেরে গ্রামে খবর দিলে সকলে মন্দিরে হাজির হয়।'
বহু পুরানো গ্রামের এই দক্ষিণা কালীমাতার মন্দির,আনন্দপুর উত্তর পাড়া গ্রামবাসীর দ্বারা মন্দিরটি পরিচালিত হয় বলে জানা যায়। এনিয়ে ঘাটাল থানায় অভিযোগ জানায় মন্দির কর্তৃপক্ষ, পুলিশ তদন্ত শুরু করেছে।