New Update
/anm-bengali/media/post_banners/J9JIEYB2iXyOJKT877Vt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনী আবহে আপ কর্মীর মৃত্যু নিয়ে রাজনৈতিক বিজেপি-আপের চাপানউতোর শুরু হল শুক্রবার। দিল্লি পুলিশ জানিয়েছে, আম আদমি পার্টির কর্মী সন্দীপ ভরদ্বাজ গতকাল তাঁর বাসভবনে আত্মহত্যা করেন। ১৭৪ সিআরপিসি-র অধীনে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আপ ট্রেড উইং, দিল্লি এর সচিব এবং রাজৌরি গার্ডেনে ভরদ্বাজ মার্বেলসের মালিক ছিলেন। এদিকে বিজেপি নেতা মনোজ তিওয়ারি জানিয়েছেন, 'আমি মনে করি এটা আত্মহত্যা নয়, বরং হত্যা। সন্দীপ ভরদ্বাজকে টিকিটের আশ্বাস দেওয়া হয়েছিল। প্রমাণ দেখলে মনে হয় না আত্মহত্যা। সেই আসনের টিকিট বিক্রি হয়েছে বলেও জানা যাচ্ছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়াটাও খুনের মতো। আপ প্রধান ও নেতৃত্ব পাপ করেছে।' অন্যদিকে মনীশ সিসোদিয়া জানিয়েছেন, 'কারোর মৃত্যুর সঙ্গে টিকিটের যোগ করা উচিৎ নয়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us