New Update
/anm-bengali/media/post_banners/QGLcOdEc9gerxvn7ICqZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের সাহিত্য জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বিখ্যাত মালয়ালম সাহিত্যিক সতীশ বাবু। ৫৯ বছর বয়সী মালায়ালাম লেখককে তিরুবনন্তপুরমের ভাঞ্চিয়ুরে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি একজন প্রখ্যাত ছোটগল্প লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। তিনি ভারত ভবন-কেরালার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন, যা সংস্কৃতি বিভাগের অধীনে একটি প্রতিষ্ঠান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us