সাপ নিয়ে সচেতন বার্তা সংস্থার

author-image
Harmeet
New Update
সাপ নিয়ে সচেতন বার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ সাপ নিয়ে সচেতন করতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা এখন  বর্ধমান জেলায়। এই স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাশ্ববর্তী জেলাতে গিয়ে সচেতন করে থাকে। মূলত সাপে কাটলে কোনো ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার সচেতনতার প্রচার করে থাকে এই সংগঠন। শুক্রবার এই সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার  ৪টি গ্রাম বড়পোষলা, ছোটপোষলা, পলসোনা, মুসুরির গ্রামে গিয়ে সচেতনতার শিবির করে। এখানে কেউটে সাপকে ঝঙ্কেশ্বরী বা ঝাঁকলাই বলে। সাধারণ  মানুষকে সচেতন করতে এই চারটি গ্রামে শিবির করা হয়। সাপে কামড়ে দিলে সময় নষ্ট না করে হসপিটালে যেতে হবে বলে জানায় সংগঠনটি। উপস্থিত ছিলেন সর্পপ্রেমি ধীমান ভট্টাচার্য, সন্তু দে , নন্দদুলাল সরকার সম্পাদক কৌশিক দে সহ প্রমুখ।