নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :লোধাশুলি থেকে ঝাড়গ্রামের মাঝে বড়িয়ার কাছে বাস দুর্ঘটনা। সাঁকরাইলের রগড়া থেকে ঝাড়গ্রাম ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সোনার তরী বাসটি। তাতে ২৫ জন আহত হন। এদের মধ্যে প্রায় ১৮ জনের আঘাত অত্যন্ত গুরতর। তার মধ্যে একটি শিশুও রয়েছে।
স্থানীয় পথ চলতি মানুষ আহতদের উদ্ধার করে রাস্তায় আসা অন্যান্য ছোটো গাড়িতে তুলে হাসপাতাল পৌঁছাতে থাকে। এর মধ্যে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি একাধিক অ্যাম্বুলেন্স এর ব্যাবস্থা করে ঘটনা স্থলে পৌঁছিয়ে বাকি সমস্ত বাসযাত্রীদের ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসেন। জেলা পুলিশ সুপার নিজে তদারকি শুরু করেন। ফলে দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। সাধারন মানুষের বক্তব্য, খারাপ রাস্তা দুর্ঘটনার একটা বড় কারণ। তবে কিভাবে বাসটা উল্টে গেলো, তদন্ত শুরু করেছে পুলিশ।