এবার ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে মেট্রো রেল

author-image
Harmeet
New Update
এবার ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে মেট্রো রেল

হাবিবুর রহমান, ঢাকাঃ অবশেষে বাংলাদেশ ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু হচ্ছে। মোটামুটি সব কিছু গুছিয়ে ঠিক হয়েছে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ জয়ের দিনটি অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে ঢাকায় মেট্রোরেল চলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেট্রো রেল উদ্বোধন করবেন।দীর্ঘদিন ধরে ঢাকার বাসিন্দারা যানজটের শিকার। এক কিলোমিটার পথ যেতে এক ঘণ্টা সময় ব্যয়ের সাক্ষী অনেকেই। সড়কপথে এই প্রবল যানজট কমাতে মেট্রো পরিষেবা ব্যবস্থা চালু হতে চলেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়।







ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল অংশে স্টেশন রয়েছে নয়টি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আগামী বছরের শেষে চালুর পরিকল্পনা আছে। এই অংশে স্টেশন থাকবে সাতটি। মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কলকাতা-দিল্লির মতো কার্ড কিনে মেশিনে পাঞ্চ করে তবেই যাত্রীরা আরোহণ ও বেরতে পারবেন। থাকবে মাসিক কার্ডও। ঢাকার মেট্রোরেলে মরিয়ম আফিজা ও আসমা আক্তার চালকের আসনে বসার জন্য তৈরি।