নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ওয়াইপিজির বিরুদ্ধে বিমান হামলা সূচনা মাত্র এবং সুবিধাজনক সময়ে পদাতিক অভিযান শুরু করবে তুর্কি বাহিনী। এরদোয়ান বলেছেন, সিরিয়া ও ইরাকের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে একটি নিরাপত্তা করিডোর গড়ে তুলতে আগের যে কোনও সময়ের তুলনায় দৃঢ় প্রতিজ্ঞ। পার্লামেন্টে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির রাজনীতিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, 'আমরা বিমান হামলা চালিয়ে যাচ্ছি এবং আমাদের জন্য সুবিধাজনক সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করব।' এরদোয়ান আরও বলেন, "আমরা ইতিমধ্যে করিডোরের একাংশ গড়ে তুলেছি এবং তাল রিফাত, মানবিজ ও আইন আল-আরব অঞ্চলে করিডোর গড়ে তোলা শুরু করব। এসব অঞ্চলেই সমস্যা বেশি।"