মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

author-image
Harmeet
New Update
মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়ার পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। রাজা সুলতান আবদুল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ইব্রাহিমকে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শপথ নিতে যাচ্ছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। কয়েকদিন আগে জাতীয় নির্বাচনে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যায় মালয়েশিয়া। এতে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দেয়। রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম স্থানীয় সময় বিকেল ৫টায় রাজার কাছে শপথ নিতে যাচ্ছেন। 

                 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পায়। অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পায় দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ এবং ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পায় ৩০ আসন। মালয়েশিয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১২টি আসন।শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা অবসানের দায়িত্ব পড়ে সুলতানের ওপর। তিনি দলগুলোর নেতাদের সঙ্গে বসে জোট সরকার গঠনের প্রস্তাব দেন।