নিজস্ব সংবাদদাতা : খাদ্য নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয় বলে আন্তর্জাতিক বাজরা ২০২৩ সালের প্রি-লঞ্চ সেলিব্রেশনে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।
তিনি বলেন, 'আমি খাদ্য নিরাপত্তায় তিনটি চ্যালেঞ্জ দেখছি- কোভিড, দ্বন্দ্ব, জলবায়ু। প্রত্যেকেই খাদ্য নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।খাদ্য নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয়। তাদের নিজস্ব খাদ্য সুরক্ষিত করার মৌলিক তাগিদ এবং তারা কীভাবে অন্যদের কাছ থেকে খাবার পেতে পারে তা দেখতে। এই কারণেই আমরা ভারতীয় বাজরা বছরকে আন্তর্জাতিক বাজরা বছরে নিয়ে যেতে আগ্রহী। আমরা বিশ্বের সবচেয়ে বড় বাজরা উৎপাদনকারী, বিশ্বের উৎপাদনের প্রায় ২০ শতাংশ আমাদের।'