আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

author-image
Harmeet
New Update
আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে। ব্যভিচার, ডাকাতি এবং সমকামী যৌনতাসহ নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে জানান তালেবান সরকারের এক কর্মকর্তা। আফগানিস্তানে গত এক মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে বেত্রাঘাত করেছে ইসলামপন্থী গোষ্ঠী। লোগার অঞ্চলের তালেবান প্রশাসনের মুখপাত্র ওমর মনসুর বলেন, তিন নারীকে শাস্তি দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। কতজনকে বন্দি করে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, পুরুষ এবং নারী প্রত্যেককে ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এদের মধ্যে একজনকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে বলে জানান এক তালেবান কর্মকর্তা।