নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্নস্থানে ব্ল্যাকআউট সৃষ্টিতে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রচণ্ড শীতে রাশিয়া সন্ত্রাসী ফর্মুলায় লাখ লাখ মানুষকে ঘর ছাড়তে বাধ্য করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাশিয়ার এমন হামলাকে কাপুরুষ এবং অমানবিক বলছেন জেলেনস্কি। মিসাইল হামলার পর নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনকে সহায়তায় জাতিসংঘকে আরও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। জাতিসংঘকে সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়ার কাছে নত হওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।