অনুব্রতর লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই

author-image
Harmeet
New Update
অনুব্রতর লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই

নিজস্ব সংবাদদাতা:  অনুব্রত মণ্ডলের নামে এক কোটি টাকার লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে হানা সিবিআইয়ের। বড় শিমুলিয়া গ্রামে শেখ নুর আলির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজই শেখ নুর আলিকে তলব সিবিআইয়ের। লটারি-রহস্যভেদে খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য।