আইডাহো বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড: শীঘ্রই নয়া তথ্য তুলে ধরবে পুলিশ

author-image
Harmeet
New Update
আইডাহো বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড: শীঘ্রই নয়া তথ্য তুলে ধরবে পুলিশ


নিজস্ব সংবাদদাতা: আইডাহো বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডে শীঘ্রই নয়া তথ্য তুলে ধরবে পুলিশ। ১৩ নভেম্বর আইডাহো বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এথান চ্যাপিন (২০), কায়লি গনকালভস (২১), জ্যানা কার্নোডল (২০) এবং ম্যাডিসন মোগেন (২১) এর ছুরিকাঘাতের ফলে মৃত্যু হয়। 

Coroner Confirms Cause of Death for 4 University of Idaho Students

এই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন দিক পরীক্ষা করে দেখেন পুলিশ। ৯০ জনেরও বেশি মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। ফলে এবার পুলিশ হত্যার বিষয়ে নয়া পথ খুঁজে বের করতে পেরেছে বলে মনে করা হচ্ছে।