New Update
/anm-bengali/media/post_banners/d2I1kpjh1LZX0KZNtOxs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে আরও একবার অঘটন। জাপানের বিরুদ্ধে পরাস্ত জার্মানি। নির্ধারিত সময়ে জাপানের পক্ষে ম্যাচের ফল ২-১। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন ইকে গুন্দগা। বিরতির পর আক্রমণে চাপ বাড়িয়েছিল জাপান। দশ মিনিটের মধ্যে দুটি গোল করে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। ৭৫ এবং ৮৩ মিনিটে জাপানের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে রিতসু দোয়ান এবং তাকুমা আসানো।
Japan beat Germany.@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us