নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের প্রাক্তন পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে বুধবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। আগেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ বিশ্বজ্যোতি দিল্লিতে পৌঁছন ইডির দফতরে। তার পর থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।