ʼতৃণমূলে সবাই দুর্নীতিগ্রস্ত নয়ʼ, কথা মিঠুনের

author-image
Harmeet
New Update
ʼতৃণমূলে সবাই দুর্নীতিগ্রস্ত নয়ʼ, কথা মিঠুনের

নিজস্ব সংবাদদাতা:  মঙ্গলবার কলকাতায় পৌঁছে মিঠুন বলেন, ‘তৃণমূলের ২১ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। কারা যোগাযোগ রাখছেন তা তাঁদের শরীরি ভাষাতেই বুঝতে পারবেন। বেশ কয়েকজন সাংসদও যোগাযোগ রেখেছেন।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলে সবাই দুর্নীতিগ্রস্ত নয়। কিছু ভালো লোকও আছেন। অনেকে চুপচাপ আছেন। তাঁদের দিকে নজর রাখুন।’