New Update
/anm-bengali/media/post_banners/Y3ssy0WMZP069ORx12sZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিগত ৬ দিনে রেকর্ড ভিড় হয়েছে কেরলের শবরীমালা মন্দিরে। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে।
কেরলের দেবস্বম বিভাগের মন্ত্রী কে রাধাকৃষ্ণণ জানিয়েছেন, 'এই তীর্থযাত্রার মরসুমের প্রথম ৬ দিনে ২,৬১,৮৭৪ জন তীর্থযাত্রী শবরীমালা ভ্রমণ করেছিলেন। আগামী দিনে ভক্তের সংখ্যা আরও বাড়বে বলে ইঙ্গিত মিলেছে। মরসুমের প্রথম দিনে ১৭ ই নভেম্বর ৪৭,৯৪৭ জন লোক দর্শনের জন্য এসেছিলেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us