নিজস্ব সংবাদদাতা: সাম্প্রতিক তৃণমূল সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করতে অগাস্ট মাস থেকে শুভেন্দু অধিকারী বলে আসছেন , ' ছ'মাস তৃণমূল কংগ্রেস থাকবে না৷ তার আগেই ডিসেম্বরের মধ্যে ঝাপ গুটিয়ে যাবে তৃণমূলের ' । এই তত্ত্বে একপ্রকার সিলমোহর দেন দিলীপ ঘোষও। তিনিও বলেন, হয়ত এই সরকার ডিসেম্বরেই পড়ে যাবে। তিনি বলেন, ‘আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না। ভোটে জিতে সরকার করবে বিজেপি’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।