আদিবাসীদের একেবারে মন কি বাত শুনলেন 'মহাগুরু' মিঠুন

author-image
Harmeet
New Update
আদিবাসীদের একেবারে মন কি বাত শুনলেন 'মহাগুরু' মিঠুন



নিজস্ব সংবাদদাতাঃ
একেবারে দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। এদিকে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বিজেপির সাংগঠনিক শক্তিকে কাজে লাগাতে ময়দানে নামলেন মিঠুন চক্রবর্তী। জেলায় জেলায় একের পর এক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে তিনি সভা করলেন পুরুলিয়ায়। তিনি বলেন, 'রাষ্ট্রপতির অপমান ভুলবেন না। পুরুলিয়ার আদিবাসী ভাইদের বলব, দেশের সর্বোচ্চ নাগরিকের অপমানটা ভুলবেন না। যদি কথা দেন পুরুলিয়া জেলা পরিষদ আমরা পাব, তাহলে পুরুলিয়ায় আবার আসব, কথা দিলাম।' এদিন মিঠুনকে দেখে একের পর এক পুরুলিয়াবাসী নিজেদের সমস্যার কথা বলেন।