ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সিতে হানা রেল পুলিশের, বাজেয়াপ্ত কম্পিউটার

author-image
Harmeet
New Update
ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সিতে হানা রেল পুলিশের, বাজেয়াপ্ত কম্পিউটার

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : দক্ষিণ পূর্ব রেলের সকল প্রকার টিকিট কাটার জন্য টুর এন্ড ট্রাভেলসের একটি নতুন দোকান গড়ে ওঠে মেদিনীপুর স্টেশন এর খুব কাছেই। অনেক সময় বিভিন্ন সমস্যার জন্য স্টেশনে না গিয়ে এই সাধারণ মানুষরা টিকিট কাটতে ব্যস্ত থাকেন এই ধরনের এজেন্সি থেকে। কিন্তু অনেকে আবার এই ধরনের কাউন্টার থেকে টিকিট কেটে বিভিন্ন সমস্যায়ও পড়েছেন। তারপর অভিযোগ দায়ের হয়েছে রেল পুলিশের কাছে। আর সেই মতোই রেল পুলিশের পক্ষ থেকে নজর রাখা হয়েছিল শহরের এই ধরনের ট্রাভেল এজেন্সি গুলোর উপর।

রেল পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গিয়ে উপস্থিত হয় মেদিনীপুর স্টেশন সংলগ্ন একটি ট্যুর এন্ড ট্রাভেলস এর অফিসে। সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ হয় রেল পুলিশের আধিকারিকদের। পুলিশ আধিকারিকরা দেখতে পান দক্ষিণ-পূর্ব রেলের সফটওয়্যারকে কপি করে হুবহু নকল টিকিট কেটে কোটি কোটি টাকা ইনকাম করছে সংস্থাটি। তৎক্ষণাৎ সেই সফটওয়্যার সহ কম্পিউটারটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় রেল পুলিশ। সিল করে দেওয়া হয় টুর এন্ড ট্রাভেলস এর অফিসটিকে। ওই অফিসে থাকা এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। পরবর্তীকালে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।