নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ভোরে মহারাষ্ট্রের নাসিকের কাছে রিখটার স্কেলে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে। এনসিএসের তরফে জানানো হয়েছে, নাসিক থেকে ৮৯ কিলোমিটার পশ্চিমে ভোর চারটে নাগাদ ভূপৃষ্ঠের নীচে টেকটনিক প্লেটের গতিবিধি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৫ কিমি নীচে ছিল ভূমিকম্পের গভীরতা।