পিছিয়ে পড়েও ৪-১ জয় ফ্রান্সের

author-image
Harmeet
New Update
পিছিয়ে পড়েও ৪-১ জয় ফ্রান্সের

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ শুরুর আগেই হট ফেভারিটের তকমা তাদের গায়ে। বর্তমান চ্যাম্পিয়নও তারা। দলে নেই করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কন্তে, এনকুকুর মত তারকা ফুটবলাররা। খেলার মাত্র ৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লে শঙ্কা দেখা দেয় আর্জেন্টিনার মতো আরেকটা অঘটন ঘটতে যাচ্ছে না তো। কিন্তু ওই পর্যন্তই, পরের গল্পটুকু র‌্যাবিয়ট, জিহুর আর এমবাপেদের। ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছে ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ার জিহুর। একটি করে গোল করেছেন র‌্যাবিয়ট ও এমবাপে।