ফ্রান্সকে ৪-১ এগিয়ে দেওয়ার পাশাপাশি নজির জিহুর

author-image
Harmeet
New Update
ফ্রান্সকে ৪-১ এগিয়ে দেওয়ার পাশাপাশি নজির জিহুর

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় গোল জিহুর। ফ্রান্সকে ৪-১ এগিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে গড়ে ফেললেন নজির। স্পর্শ করলেন থিয়েরি অঁরিকে। ফ্রান্সের রেকর্ড গোলস্কোরার হিসেবে অঁরিকে স্পর্শ করলেন জিহু। দুই তারকার গোলসংখ্যা এখন ৫১।