নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়াকে চাপেই রেখেছে ফ্রান্স। কিছু কাউন্টার অ্যাটাকে উঠলেও, ফ্রান্সের দাপটে একটু গুটিয়েই গিয়েছে অজিরা। ফ্রান্স আক্রমণ চালিয়ে যাচ্ছে। ৬৮ মিনিটে ডেম্বেলে ডান দিক থেকে একটি লোভনীয় ক্রস বাড়ান। এবং এমবাপে দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে দিয়ে হেড করে বল জালে জড়ান। ৩-১ এগিয়ে গেল ফ্রান্স।