গোল খেয়েও দুরন্ত প্রত্যাবর্তন, বিরতিতে ২-১ এগিয়ে ফ্রান্স

author-image
Harmeet
New Update
গোল খেয়েও দুরন্ত প্রত্যাবর্তন, বিরতিতে ২-১ এগিয়ে ফ্রান্স

নিজস্ব সংবাদদাতাঃ শুরুতে হোঁচট খেলেও, সময় গড়াতে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ফ্রান্স। ব়্যাবিয়টের পর জিহুর দুরন্ত গোলে ২-১ এগিয়ে গেল ফ্রান্স। ধীরে ধীরে নিজেদের হাতে খেলা নিচ্ছে ফ্রান্স। ব়্যাবিয়টের মাপা পাস ধরে জিহু অজি ডিফেন্স ভেদ করে জালে বল জড়ান। দেশের জার্সিতে গোলের হাফসেঞ্চুরি করে ফেললেন জিহু।