নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরু হয়েছে ম্যাচ। ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। একনজরে দেখে নিন দুই দলের একাদশ-
অস্ট্রেলিয়া প্রথম একাদশ : ম্যাথিউ রায়ান, নাথানিয়েল অ্যাটকিনসন, কাই রোয়েলস, ম্যাথিউ লেকি, অ্যারন মোই, রাইলি ম্যাকগ্রি, মিচেল ডিউক, আজিজ বেহিচ, হ্যারি সুতার, জ্য়াকসন আরভিন, ক্রেগ গডউইন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্সের প্রথম একাদশ : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, লুকাস হার্নান্ডেজ, অরেলিয়েঁ শৌমেনি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, আন্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরো।