FRANCE vs AUSTRALIA: একনজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ

author-image
Harmeet
New Update
FRANCE vs AUSTRALIA: একনজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরু হয়েছে ম্যাচ। ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। একনজরে দেখে নিন দুই দলের একাদশ- 

অস্ট্রেলিয়া প্রথম একাদশ : ম্যাথিউ রায়ান, নাথানিয়েল অ্যাটকিনসন, কাই রোয়েলস, ম্যাথিউ লেকি, অ্যারন মোই, রাইলি ম্যাকগ্রি, মিচেল ডিউক, আজিজ বেহিচ, হ্যারি সুতার, জ্য়াকসন আরভিন, ক্রেগ গডউইন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্সের প্রথম একাদশ : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, লুকাস হার্নান্ডেজ, অরেলিয়েঁ শৌমেনি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, আন্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরো।