নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার ক্লাব মরসুমের মাঝে বিশ্বকাপ। এর জন্য বেশ কিছু দলকে ভুগতে হয়েছে। ফ্রান্সও তাদের মধ্যে অন্যতম। পল পোগবা, এনগোলো কান্তের মতো দুই সেরা ফুটবলারকে চোটের জন্য পায়নি ফ্রান্স। কাতারে পৌঁছেও চোট পিছু ছাড়েনি। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ছিটকে যান। এখানেই ইতি নয়। শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন দলের সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। এবার ব্য়ালন ডি'অর জিতেছেন বেঞ্জেমা। চোট আঘাতে ভুগছিলেন। যা আরও বড় আকার নেয় জাতীয় দলের অনুশীলনে। বিশ্বকাপ না খেলেই কাতার ছাড়তে হয়। ফুটবলে অস্ট্রেলিয়া দল ফ্রান্সের তুলনায় কাগজে কলমে দুর্বল। তবে চোট সমস্য়ায় ভুগতে থাকা চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে প্রথম ম্যাচটি যথেষ্ট কঠিন।