পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ গোলশূন্য ড্র

author-image
Harmeet
New Update
পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ গোলশূন্য ড্র

নিজস্ব সংবাদদাতাঃ সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হেরে যাওয়ার প্রভাব পড়েছে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচেও। আর্জেন্টিনা হেরে গেছে বলেই মেক্সিকো আর পোল্যান্ড দলের দুই কোচ তাঁদের কৌশলে পরিবর্তন এনেছেন। সেটা দুই দলের মাঠের খেলায় ধরা পড়েছে। মেক্সিকোর কোচ টাটা মার্টিনো আর পোল্যান্ডের সেসওয়াফ মিখমিয়েভিৎস দলকে যেন একটু রক্ষণাত্মক ফুটবল খেলানোর চেষ্টা করেছেন। 


ম্যাচের ফলেও এটা স্পষ্ট, ৯০ মিনিটের খেলায় লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল, গোল শূন্য ড্র হয়েছে ম্যাচ। এতে অবশ্য পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানডফস্কিরও দায় আর মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়ার অবদান আছে। লেভার নেওয়া পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ওচোয়া।